সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কালীগঞ্জে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: 


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান 


ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার জাফরপুর ইউনিয়নের বাসিন্দা।

তিনি প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন।

এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া আলমসাধুর সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়।


প্রচণ্ড গতির সংঘর্ষে রুহুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ সময় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলেও, ততক্ষণে সব শেষ।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।


নিহতের পরিবারে চলছে কান্নার রোল।

মা বারবার মূর্ছা যাচ্ছেন, বাবা নির্বাক।

স্থানীয়রা বলেন, রুহুল ছিলো খুব শান্ত ও সদালাপী।

তার মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম।


সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করছেন এলাকাবাসী।

এ রাস্তায় নেই কোনো স্পিড ব্রেকার বা ট্রাফিক চিহ্ন।

বেপরোয়া যানবাহন চলাচলের ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।


কালীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ঘটনাস্থল পরিদর্শন করে কালীগঞ্জ থানার ওসি বলেন,

“গাড়িটি জব্দ করা হয়েছে, চালক পলাতক। আমরা তাকে খুঁজছি।”


স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি দ্রুত সড়ক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তারা বলেন, “আর একটি প্রাণও যেন অকালে ঝরে না যায়।”


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও রুহুল আমিনের মৃত্যু নিয়ে শোকের ছায়া নেমে এসেছে।

অনেকে তার ছবি পোস্ট করে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন।


নিহতের ছোট ভাই বলেন, “ভাইটি সকালে বাড়ি থেকে বের হলো, আর ফিরে এলো না। আমরা বিচার চাই।”


দুর্ঘটনার তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

একই সঙ্গে চালকের লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজ যাচাই করা হবে বলেও জানানো হয়েছে।


এই ঘটনায় এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

স্থানীয় সাংবাদিকরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।


ঝুঁকিপূর্ণ সড়ক, বেপরোয়া গাড়ি আর প্রশাসনের অবহেলা—

এই তিন মিলেই যেন প্রতি মাসে কেড়ে নিচ্ছে কোনো না কোনো মায়ের বুকের ধন।

রুহুল আমিনের মৃত্যু তারই জ্বলন্ত প্রমাণ।




নিহত: রুহুল আমিন (২৫), জাফরপুর ইউনিয়ন, কোটচাঁদপুরস্থান:কাশিপুর,কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক সময়: সকাল ১০টা (বৃহস্পতিবার)

কারণ: আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ

অবস্থা: ঘটনাস্থলে মৃত্যু, চালক পলাতক

Post a Comment

নবীনতর পূর্বতন