বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে উলিপুরে পারিবারিক বিরোধের মীমাংসা।
মোঃ মাইনুল ইসলাম
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে উলিপুর উপজেলার একটি পারিবারিক বিরোধ সফলভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
উল্লেখযোগ্য এই মীমাংসাটি অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম শহরের মোগলবাসা রোডে অবস্থিত বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ে, যা আশরাফিয়া স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত।
বিরোধের বিষয়টি জড়িত ছিল দুই পক্ষ — ছেলে মাজনুল ইসলাম মজনু, পিতা মৃত্যু আব্দুর রহিম, গ্রাম: আপুয়ারখাতা, পান্ডুল ইউনিয়ন উলিপুর উপজেলা এবং মেয়ে মোছাঃ সাদিয়া আক্তার জিম, পিতা: জয়নআলী, গ্রাম: পশ্চিম শিববাড়ি, উলিপুর উপজেলা।
দীর্ঘদিন ধরে চলমান এ পারিবারিক সমস্যার সমাধানে উভয় পক্ষকে কার্যালয়ে ডেকে এনে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম মিলন, নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকার এবং কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম।
সভাপতি মোঃ মিনহাজুল ইসলামের ( মিলন ) এর মানবিক ও সামাজিক এ ধরনের কার্যক্রমকে কুড়িগ্রাম জেলার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এভাবে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি হলে সমাজে শান্তি-সম্প্রীতি বজায় থাকবে এবং আদালতের চাপও কমবে।
إرسال تعليق