একই স্কুলে ৩০ বছর শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি টানলেন বাবু অমূল্যকুমার ওঝা।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : -শেখ কামরুজ্জামান (রানা )।
লখন্ডা তুলসী বাড়ি মাধ্যমিক আদর্শ বিদ্যাপীঠ এর সহকারী প্রধান শিক্ষক অমূল্যকুমার ওঝা একই স্কুলে ৩০ বছর শিক্ষাকাতা জীবনের পরিসমাপ্তি টানলেন।
( ১৩ জুলাই) রবিবার লখন্ডা তুলসী বাড়ি মাধ্যমিক আদর্শ বিদ্যাপীঠ এর কক্ষে প্রাক্তন ছাত্র -শিক্ষার্থী ও শিক্ষক কর্তৃক আনন্দঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক পরেশ বিশ্বাস এর কাছে সহকারী প্রধান শিক্ষক অমূল্যকুমার ওঝার বিদায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন দীর্ঘদিন আমরা একসাথে চলেছি।কখনো কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে তার সহযোগিতা নিয়েছি। সে সর্বক্ষণ আমাকে সৎ পরামর্শ দিয়েছেন। সর্বক্ষণ বিদ্যালয় কে ছায়া দিয়ে রেখেছেন। সকল ছাত্র-ছাত্রীকে তিনি নিজ সন্তানের সমতুল্যে দেখেছেন।
বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রূপচাঁদ মৃধাকে সহকারী শিক্ষক অমূল্যকুমার ওঝার বিদায় ী ব্যাপারে জানতে চাইলে বাংলা শিক্ষক রূপচাঁদ মেধা বলেন বট বৃক্ষের ছায়ার সমতুল্য আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষককে বেদনাচাপা দিয়ে আনন্দঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দিলাম।
দশম শ্রেণীর শিক্ষার্থী তমালিকা রায় বলেন আমাদের মাঝ থেকে বাবার সমতুল্য সহকারী শিক্ষককে বিদায় দিতে হলো। তিনি ছিলেন আমাদের মাঝে বট বৃক্ষের ছায়া হয়ে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তৃষ্ণা গাইন বলেন ""যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়"- চেষ্টা করলেও আমরা নিয়মের বাইরে কেউ যেতে পারি না আমাদের সহকারী প্রধান শিক্ষক অমূল্যকুমার ওঝা আমাদের মাঝে দীর্ঘদিন শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। শিক্ষকতার মাঝে স্যার ৩০ টি বছর আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন।
পরিশেষে বিদায়ী অমূল্যকুমার ওঝা বলেন, নিয়মতান্ত্রিকভাবে সবাইকেই একদিন চাকরি থেকে বিদায় নিতে হয়। তাই আমাকেও নিতে হল। সহকর্মী শিক্ষকদের কাছ থেকে পাওয়া ভালবাসা এবং কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া শ্রদ্ধা আমি কোনদিনই ভুলবো না।
১৩/৭/২৫ ইং
০১৭১৮ ০৬৬০১৮ /
একটি মন্তব্য পোস্ট করুন