বরিশালের কাশিপুর ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফ্রর্ম ক্লাইমেট এর সভা অনুষ্ঠিত
মোঃ রাসেল হোসেন, স্টাফ রিপোর্টার:
বরিশাল সদর উপজেলার কাশিপুর
ইউনিয়নে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফ্রর্ম ক্লাইমেট একশন (গেটকা) প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয় । আজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকার সময় নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান(প্রসাশক) জনাব চৌধুরী শওকত হোসাইন। তিনি কাশিপুর ইউনিয়নে গেটকা প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি যুবদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেদের জ্ঞানকে বাড়ানোর জন্য প্রধান উপদেষ্টার থ্রি জিরো থিওরিটা পড়তে পারো। তিনি গেটকা প্রকল্পের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং গেটকা প্রকল্প চালুর জন্য এনএসএস ও ওয়েব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধ যুব প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভা শেষে একটি ২৫ সদস্য বিশিষ্ট লোকমোর্চা কমিটি গঠন করা হয়। উক্ত সভায় চেয়ারপারসন নির্বাচিত হন জনাব জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুবোদ চন্দ্র দাস। সমাপনী বক্তব্যে জনাব জাহাঙ্গীর হোসেন বলেন এই প্রকল্পের মাধ্যমে অত্র এলাকার নারীর ক্ষমতায়ন যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হবে বলে তিনি বিশ্বাস করেন।
إرسال تعليق