সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



নতুন মডেলের প্রশিক্ষণ বিমান সংযোজনের দাবি ইউনাইটেড 


মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ


পিপলস বাংলাদেশের ঢাকায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতের তালিকা প্রকাশ ও নতুন মডেলের প্রশিক্ষণ বিমান সংযোজনের দাবি জানিয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের একটি হোটেলে মতবিনিময় সভা ও বিমান দূর্ঘটনায় নিহতদের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত এক শোকসভায় এই দাবি জানান দলের নেতারা। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। জেলা সংগঠক ইয়াকুব আলীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় সদস্য নাঈমুর রহমান দুর্জয়, তৌসিব মাহমুদ সোহান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংগঠক সুমন আলীসহ অন্যান্যরা।


সভায় প্রধান অতিথির বক্তব্য ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর আহ্বায়ক আলী আহসান জুনায়ে বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র ছাড়া নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবেনা। নতুন বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই জুলাই সনদ ঘোষণা করতে হবে। 


তিনি আরো বলেন, বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহতদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। পাশাপাশি কেন এমন ঘটনা ঘটেছে সেই সমস্যা চিহ্নিত করতে হবে। অন্যদিকে, বিমান বাহিনীতে নতুন মডেলের প্রশিক্ষণ বিমান সংযোজন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এসব প্রশিক্ষণ সরিয়ে জনবিরল জায়গায় স্থানান্তর করতে হবে। শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন