সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দিনাজপুরে পল্লীশ্রী’র উদ্যোগে বয়স্ক ভাতা

প্রাপ্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত


মো:মেহেদী হাসান ফুয়াদ 

দিনাজপুর জেলা প্রতিনিধি 


২৫ জুন বুধবার দিনাজপুর সদর উপজেলা বিআরডিবি’র হলরুমে পল্লীশ্রী, বালুবাড়ী, দিনাজপুরের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় ৩নং ফাজিলপুর কমিউনিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে ইসিএসএপি (সিএসও প্রকল্প) এর আওতায় বয়স্ক ভাতা প্রাপ্তিতে কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক সেবা প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধির সাথে জবাবদিহীতা ও মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র ফিল্ড ভলেন্টিয়ার এসএম মাজেদুর রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সুপারিশ প্রদান করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিষ্ণু পদ রায়, উপজেলা সোসাল সার্ভিস অফিসার আজগর আলী, সদর সমাজসেবা অফিসের আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ বাবুল ইসলাম। প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক নীপা’র সঞ্চালনায় সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা যে সুপারিশমালা প্রদান করেন তা হলো- ইউনিয়ন পরিষদে নির্দিষ্ট সময় মাইকিং এর জন্য তৃণমূল পর্যায়ে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। ইউনিয়ন পরিষদ ছাড়া ভাতা গ্রহণের জন্য যে কোন কম্পিউটার দোকানে আবেদন করতে পারবে। সরকারি পর্যায় থেকে আবেদনের সময়সীমা বাড়াতে হবে। নিজের মোবাইলের মাধ্যমেও ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এ ধরনের সচেতনতামূলক সেবাগুলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ছাড়াও ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের সাথে করার সুপারিশ এসেছে। সেবা প্রদানের আবেদনের নির্দিষ্ট তারিখ জেলা পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে অনেক দেরীতে জানানো হয় তা অন্তঃত এক মাস পূর্বে সেবা প্রদানের তারিখ জানাতে হবে। সেবা প্রদানের ওয়েবসাইট নম্বর এবং লিংক তৃণমূল পর্যায়ে এনজিও মাধ্যমে আবেদনের সুপারিশ ‘০৯’ দিয়ে কোন ফোন এলে তা রিসিভ করা যাবে না। এতে ভাতার টাকা চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী’র ফাইন্যান্স এন্ড এডমিন সুধন্য চন্দ্র রায়। সার্বিক সহযোগিতায় ছিলেন সাহিদা ইয়াসমিন, রওশন আরা, রানী বেগম।

Post a Comment

أحدث أقدم