সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



পাঁচ দফা দাবি আদায়ে উত্তাল ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন


রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 


কুড়িগ্রামের চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩০ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। “দুনিয়ার মজদুর এক হও”, “শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানববন্ধন চত্বর। 

চিলমারী নদীবন্দর থেকে আগত শতাধিক শ্রমিকের অংশগ্রহণে মানববন্ধনটি এক প্রতিবাদী প্ল্যাটফর্মে পরিণত হয়।


রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সদস্য মকবুল হোসেন প্রমুখ।


বক্তারা অভিযোগ করেন, চিলমারী নদীবন্দরের ভাসমান তেল ডিপোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্র করছে। এতে স্থানীয় শ্রমিকদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা ডিপোর বর্তমান কর্মকর্তাদের অপসারণ ও নতুন কর্মকর্তাদের নিয়োগের জোর দাবি জানান।


মানববন্ধনে উত্থাপিত পাঁচ দফা দাবিগুলো হলো:

১. চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র বন্ধ করে বর্তমান কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দিতে হবে।

২. ভাসমান বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ ও সুবিধাজনক স্থানে একত্রিত করতে হবে।

৩. ডিপোতে জ্বালানি তেল মজুদ ও পরিবহন কার্যক্রম উন্নত ট্যাংকলরি ব্যবস্থার মাধ্যমে অবিলম্বে চালু করতে হবে।

৪. ডিপোর সঙ্গে যুক্ত করে অত্যাবশ্যকীয় সুবিধাসম্পন্ন চিলমারী ট্যাংকলরি টার্মিনাল নির্মাণ করতে হবে।

৫. অস্থায়ী ভাসমান তেল ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী ‘শোর ডিপো’তে রূপান্তর করতে হবে।


বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অপচেষ্টা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী ২১ জুলাইয়ের (২০২৫) মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরাঞ্চলের প্রতিটি জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে বলেও ঘোষণা দেন নেতারা।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Post a Comment

أحدث أقدم