নির্মলা সাহার মৃত্যুতে দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের শোক
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুর শহরের বড়বন্দর নিবাসী স্বর্গীয় প্রতুল কুমার সাহা’র সহধর্মিনী এবং দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বাবু প্রতাপ সাহা পানু, সাবেক সভাপতি বাবু প্রশান্ত সাহা ও প্রসেনজিৎ সাহা এর মাতা নির্মলা রানী সাহা ইহকালের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন (দিব্যান্ লোকান্ স্বঃ গচ্ছতু)।
তিনি বার্ধক্য জনিত কারণে দিনাজপুর চেকআপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান-১০ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি-বাবু রনজিত বসাক নির্মলা সাহার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নির্মলা রানী সাহা বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ্য ছিলেন। গত রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চেকআপ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ১০ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মৃতের দাহকার্য্য সোমবার সকাল ১১টায় দিনাজপুর শহরের ফুলতলা শ্মশান ঘাটে সম্পন্ন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন