সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




দিনাজপুরে হাকিমপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অভিযানে হেরোইনসহ মহিলা আটক 


মোঃ মেহেদী হাসান ফুয়াদ  

দিনাজপুর জেলা প্রতিনিধি


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৭ মে বুধবার’২০২৫ ডিএনসি’র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এর নের্তৃত্বে ডিএনসি'র এক চৌকশ অভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুল খালেক শেখ এর স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (৪৭)-এর বাড়ি তল্লাশি করে তার ঘরের ভেতর থেকে ৫০ গ্রাম হেরোইন পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইন এর আনুমানিক মূল্য দেখানো হয়েছে হয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা।


৫০ গ্রাম হেরোইন পাউডার উদ্ধারের পর মোছাঃ রোকেয়া বেগম (৪৭)-কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সরণীর ৮(গ) ধারায় দিনাজপুর জেলার হাকিমপুর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রফিকুজ্জামান।

Post a Comment

নবীনতর পূর্বতন