সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




আনসার ও ভিডিপি সদস্যরা হবে দেশ বিনির্মানের কারিগর,জিয়াউল হাসান


আহম্মদ কবির,

সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক জিয়াউল হাসান বিভিএমএস,পিএএমএস,বলেছেন,আনসার ও ভিডিপি সদস্যরা হবে আগামী দিনের দেশ বিনির্মানের কারিগর।তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ ও দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে। 


 মঙ্গলবার (৫মে)সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে,ভিডিপি এডভ্যান্স কোর্স(পুরুষ) প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-মহাপরিচালক এসব কথা বলেন।


উপ-মহাপরিচালক বলেন শুরুতেই আমাদেরকে মানুষ হতে হবে,দেশের তরে নিজেকে বিলিয়ে দিতে হবে।মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিতে হবে, উনি বলেন অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়াই জীবনের প্রকৃত সার্থকতা।যথাযথ পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে জীবনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া যায়,শুধু প্রয়োজন একাগ্রতা ও সততা।তিনি বলেন মানুষ তার স্বপ্নের চেয়েও বড় হতে পারে যদি সে স্বপ্ন দেখতে মাইন্ড সেট করতে পারে,নিজের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারলেই সে তার লক্ষ্যে পোঁছাবে। 


ভিডিপি এডভ্যান্স কোর্স(পুরুষ) প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠানে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রুবায়েত বিন সালাম এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার তোফায়েল আহমেদ এর সসঞ্চালনায়।প্রধান অতিথি বিখ্যাত দার্শনিক সক্রেটিসের কথা উল্লেখ করে বলেন Know Thyself নিজেকে চেনো, নিজেকে জানো,নিজেকে আবিষ্কার করো। উনি বলেন তোমাদের মধ্যে রয়েছে অনেক সম্ভাবনা তোমরা সেটাকে আবিস্কার করো,সততা ও নিষ্ঠার সাথে এ শক্তিকে কাজে লাগালে দেশ ও জাতি উন্নতির শিখরে পৌঁছাবে।তিনি প্রশিক্ষনার্থীদের মহাপরিচালকের সঞ্জিবনী উদ্ভাবনের মাধ্যমে প্রতিটি উপজেলায় প্লাটুনভুক্ত সদস্য হয়ে সকলকে দেশ গঠনে ভূমিকা রাখাবার আহবান জানান।



পরবর্তীতে তিনি ভিডিপি অ্যাডভান্সড কোর্সের প্রশিক্ষনার্থীদের মধ্যে বেস্ট ড্রিল বেস্ট ফায়ারার এবং সেরা চৌকস প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরস্কার ও সদন বিতরণ করেন।এসময় তিনি প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা,কর্মচারী ও আনসার ব্যাটালিয়নের সদস্যদেরকে প্রশিক্ষণটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ দেন।


আহম্মদ কবির 

মোবাইল ০১৭২৫৭২৪৬০০

Post a Comment

أحدث أقدم