সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



কুড়িগ্রামে ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল


রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি 


কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ।

সোমবার দুপুর ২টায় উলিপুর শহরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে ‘ত্যাগীদের ডাক দে, হাইব্রিডদের কবর দে’ স্লোগানে মুখরিত করেন শহর।


বিক্ষোভকারীদের অভিযোগ, সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী, আন্দোলনকারী ও কারানির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঘরানার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি টাকার বিনিময়ে কমিটি গঠনেরও অভিযোগ ওঠে।


সমাবেশে বক্তব্য রাখেন সদ্য পদত্যাগকারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে চ্ছাবা স্টার ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল। তাঁরা বলেন, “এই কমিটি গঠনের মাধ্যমে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যারা আওয়ামী লীগের দোসর ছিল, তাদের পুনর্বাসনের জায়গা করা হয়েছে বিএনপির প্ল্যাটফর্মকে।”


এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌর কমিটির পদত্যাগী নেতা আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান মঞ্জু, আমিনুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।


বিক্ষোভকারীরা দাবি করেন, ১৪ মে ঘোষিত এই কমিটিতে স্থানীয়ভাবে কোনো মতামত গ্রহণ করা হয়নি। উলিপুর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের অবমূল্যায়ন করে বাইরে থেকে নাম দেওয়া হয়েছে।


এর আগে ১৬ মে এক সংবাদ সম্মেলনে চার নেতা—আমিনুল ইসলাম ফুলু, নুরে চ্ছাবা স্টার, মতলেবুর রহমান মঞ্জু ও আমিনুল ইসলাম— পদত্যাগ করেন এবং কমিটি বাতিলের দাবি জানান।


তবে কুড়িগ্রাম জেলা বিএনপি নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “যারা কমিটিতে স্থান পাননি তারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। দল যাদের যোগ্য মনে করেছে তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”


জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “ফ্যাসিস্ট বা জাতীয় পার্টি ঘরানার নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার যে অভিযোগ উঠেছে, সেটিও মিথ্যা। যাকে জাতীয় পার্টির লোক বলা হচ্ছে, তিনি আসলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।”

প্রসঙ্গত, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি এবং ২৫ সদস্যের পৌর কমিটি ঘোষণা করা হয়।

Post a Comment

أحدث أقدم