সুনামগঞ্জে ধান কেটে দরিদ্র কৃষকের মুখে হাঁসি ফুটালো আনসার ও ভিডিপি
আহম্মদ কবির,
সুনামগঞ্জে সদর উপজেলার এক দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা। বিনামূল্যে ধান কাটতে পারায় খুশি জেলা সদর উপজেলার মফিজ আলী (৬৫) নামের দরিদ্র এক কৃষক। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। মফিজ আলী জেলা সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের দরিদ্র কৃষক তিনি ভিডিপি সদস্য।
রবিবার (৪মে)জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট রুবায়েত বিন সালমা'র উদ্যোগে,জেলা সদর উপজেলার আনসার ও ভিডিপি অফিসার তোফায়েল আহমেদ তত্ত্বাবধানে দিনব্যাপী দরিদ্র কৃষক মফিজ আলীর ধান কর্তনে সহযোগিতা করেন আনসার ও ভিডিপি সদস্যরা। এসময় সুনামগঞ্জ সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক সফিকুর রহমান উপস্থিত ছিলেন।
জানাযায় সুনামগঞ্জের বোর ধান দেশের বৃহত্তম একক ফসল হিসাবে পরিচিত। প্রতি বছরেই কয়েক লক্ষ মেট্রিকটন বোর ধান উৎপাদন হয় এই জেলা থেকেই। প্রতি বছরের ন্যায় দরিদ্র কৃষক মাফিজ আলী এইবারেও ৬৫ শতাংশ জমিতে বোর ধান চাষাবাদ করেছেন। বর্তমানে এ জেলার হাওরাঞ্চলে বোর ধান কাটা প্রায় শেষের দিকে কিন্তু মফিজ আলী অর্থাভাবে শ্রমিকের মজুরি না থাকায় অল্প কিছু ধান কাটলেও জমিতে পাকা ধান পড়ে থাকায় দুশ্চিন্তার ভাঁজ পড়ে মফিজ আলীর কপালে।এই অবস্থায় হারিয়ে গেছে মফিজ আলীর দুই চোখের ঘুম। যদি আগাম বন্যায় কেড়ে নেয় তার সারা বছরের একমাত্র খোরাক। এ খবর পেয়ে সুনামগঞ্জ আনসার ও ভিডিপি কমান্ড্যান্টের উদ্যোগে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে জেলা সদর উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা।তারা দিনব্যাপী ধান কাটায় সহযোগিতা করে দরিদ্র কৃষক মাফিজ আলী কে। তাৎক্ষণিক এ সহযোগিতা পেয়ে দরিদ্র কৃষক মফিজ আলী আবেগাপ্লুত হয়ে আনসার, ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আহম্মদ কবির
মোবাইল ০১৭২৫৭২৪৬০০
একটি মন্তব্য পোস্ট করুন