বিবিডিএন-এর সহায়তায় দিনাজপুরে কর্মসংস্থানের সুযোগ পেলেন প্রতিবন্ধী ব্যক্তিরা
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং এ.সি.আই. লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
হোটেল গ্রান্ড নূর-এর সম্মেলন কক্ষে আয়োজিত এই নিয়োগ কার্যক্রমের মাধ্যমে স্বপ্ন-এর দিনাজপুর জেলার ৮টি আউটলেটে কর্মী নিয়োগের জন্য প্রতিবন্ধী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন “প্রমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় প্রতিবন্ধী সংগঠন “উত্তরণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা” সহায়তাকারী হিসেবে অংশ নেয়। সাক্ষাৎকারে বিভিন্ন ধরনের সক্ষমতা সম্পন্ন মোট ২৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন এবং স্বপ্ন-এর নিয়োগ দলের সামনে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান।
إرسال تعليق