সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



সাংবাদিক এস এম ফেরদাউস হোসেন এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  

স্টাফ রিপোর্টার :


আজ ২০ মে,২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ৯:৩০টায় রাজৈর উপজেলার উম্মেহানি হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক, দৈনিক ডেসটিনি মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম ফেরদাউস হোসেনের ওপর ৫/৬ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহতাবস্থায় জরুরিভিত্তিতে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কোনো সংবাদ প্রকাশের জের ধরে এ ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক ফেরদাউস হোসেন এর বাবা মোশাররফ হোসেন রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তাদের এলাকার রনি নামক এক ইজিবাইক চালকের ইজিবাইকে সন্ত্রাসীরা এসে হামলা করে সেই ইজিবাইকেই দ্রুত পালিয়ে যায়।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এফ আর মামুন সহ রাজৈরে কর্মরত অসংখ্য মিড়িয়া কর্মী ও শুভানুধ্যায়ী।

এ কাপুরোষোচিত ও পৈশাচিক হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য রাজৈর উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে বিকাল ৫:০০ টায় রাজৈর ঈদগাহ এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজৈর উপজেলা সাংবাদিক ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুজনের সহ-সভাপতি এফ আর মামুন প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে।

Post a Comment

أحدث أقدم