সন্ধানে বাংলাদেশ সংবাদ



 জামালপুরে দেহ ও মাদক ব্যবসায়ী ৪ নারী আটক 


জামালপুর প্রতিনিধিঃ


জামালপুর পৌর শহরের জিগারতলায় অভিযান চালিয়ে মাদকসহ ৪ মাদক ও দেহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (৩ মে ) দুপুরে পুলিশের অভিযানে জামালপুর সদরের জিগারতলা এলাকার হাজী ফজলুল হকের দ্বিতীয় তলা একটি ফ্লাট থেকে মাদক সেবন করা অবস্থায় ৪ মহিলাকে গ্রেফতার করেছে জামালপুর সদরের ১ নং ফাঁড়ির পুলিশ।


গ্রেপ্তাররা হলেন,শেরপুর ঘুঘুরাকান্দি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনসার সদস্য বাচ্চু মিয়া স্ত্রী পাখি আক্তার  (৩৫), জাওরাম এলাকার স্বর্ণা (২৫), হাজিপুর এলাকার মডেলিং বৃষ্টি আক্তার (২২) ও বৃষ্টি আক্তারের ভাইয়ের স্ত্রী মাহি (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়। 


জানা গেছে, দীর্ঘদিন ধরে জিগারতলা এলাকায় হাজী ফজলুল হকের বাসায় আনসার সদস্য বাচ্চু মিয়া ও তার স্ত্রী পাখি আক্তার তিন রুমের একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে থাকেন এবং কি বিভিন্ন ধরনের মহিলা সংগ্রহ করে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা এবং কি মাদক সেবন করে থাকেন। জিগারতলা এলাকার লোকজনের মাদকের বিস্তার বৃদ্ধির অভিযোগ ছিল। পরে সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে শনিবারে দুপুরে জামালপুর সদরের ১ নং ফাঁড়ির এস আই রাসেলের  সহযোগিতায় হাজী ফজলুল হকের বাড়ির দ্বিতীয় তলায় একটি ফ্লাটে তল্লাশি অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ  ৪ মহিলাকে গ্রেপ্তার করা হয়।


এ বিষয়ে,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক বলেন, ১ নং ফাঁড়ি পুলিশের এস আই রাসেল মিয়ার সহায়তায় মাদকদ্রব্যসহ ৪ মহিলা মাদক ও দেহ ব্যবসায়ি কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়। রবিবারে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন