দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মঝে আর্থিক সহযোগিতা প্রদান করলেন হাবিপ্রবির প্রো-ভাইস উপাচার্য্য
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
৩ মে শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ভিউ ফাউন্ডেশন - ঢাকার আয়োজনে রোটারী ক্লাব অব বারিধারা ঢাকার আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা উত্তরণ প্রতিবন্ধি সংস্থা (ইউপিএস) এর বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ব্যবসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
ভিউ ফাউন্ডেশন ঢাকার ট্রাস্টি ও রোটারী ক্লাব অব বারিধারার পাস্ট প্রেসিডেন্ট আলি আশফাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন হাবিপ্রবির প্রো-ভাইস উপাচার্য্য প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ প্রতিবন্ধী সংস্থা (ইউপিএস) এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম। সূচনা বক্তব্য রাখতে গিয়ে ভিউ ফাউন্ডেশন- ঢাকার পরিচালক এম সাইফুর রহমান খান শাহীন বলেন, ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিবন্ধী ব্যক্তিদের মুদির দোকান, দর্জি, কাপড়ের দোকান, ঘরু মোটা-তাজা করে প্রত্যেককে জীবন-জীবিকার মানোন্নয়ন ও আত্মনির্ভরশীল হচ্ছে। সম্মানীত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বারিধারার ক্লাব সেক্রেটারী রোটা: রিজওয়ানা তাবাস্সুম, মেম্বার আলেয়া ফেরদৌস, সাইফুল হক, নাসিম ইমাম, ওয়াহিদ আনোয়ার, কামরুজ্জামান, আবু জাফর, এনকেএ মবিন, মীর সাজেদুর বাশার। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি হাবিপ্রবির প্রো-ভাইস উপাচার্য্য প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম বলেন, রোটারী ক্লাব ও ভিউ ফাউন্ডেশনের মতো সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের লক্ষে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন বলে আমার বিশ্বাস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ শাহীন ইসলাম।
একটি মন্তব্য পোস্ট করুন