সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ৪৬তম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 


মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ) 


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কলকলিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৪৬তম  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ।


এই মহতী উদ্যোগে মাদ্রাসার ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও রক্তের গ্রুপ পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো: রুমন মাহমুদ, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: রাসেল আহমেদ এবং গোমস্তাপুর শাখার অর্থ সম্পাদক মো: আশাদুজ্জামান প্রাণ।


প্রতিষ্ঠাতা ইঞ্জি. রুমন মাহমুদ বলেন, “চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন শূন্য থেকে শুরু করে আজকে যে অবস্থানে এসেছে, তা সম্ভব হয়েছে আমাদের সকল এডমিন, মডারেটর, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম, অর্থ ও মেধার মাধ্যমে। ইনশাআল্লাহ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।”


তিনি আরও বলেন, “১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমাদের এই ৪৬তম ক্যাম্পেইনটি শ্রমজীবী ভাই-বোনদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা ও দোয়া অবিরাম।”


চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন