সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

কপোতাক্ষ মোড়ে খেলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ৫ বছরের ইলমার মৃত্যু, শোকের ছায়া পরিবারে



ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কপোতাক্ষ মোড়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ৫ বছরের শিশু ইলমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।


জানা গেছে, উপজেলার নিমতলা গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়েছিলেন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায়। বড় ছেলে রাব্বি ষষ্ঠ শ্রেণিতে এবং মেয়ে ইলমা জলিলপুর মাদ্রাসার শিশু শ্রেণিতে পড়তো। বাবা বিদেশে থাকায় মা সন্তানদের নিয়ে কপোতাক্ষ মোড়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।


আজ সকালে ঘরে খেলার সময় ইলমা ঘরের বেড়ার সঙ্গে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।


এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী পিতা আনোয়ার হোসেনের স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল।


মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয়রা বিদ্যুৎ বিভাগ ও কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


“আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।”

Post a Comment

أحدث أقدم