সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




ঝিনাইদহে ট্রলির ধাক্কায় মায়ের কোলে থাকা শিশু নিহত


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান


চারাতলা বাজারে ধান বোঝাই ট্রলির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় দুই মাস বয়সী রুহুল আমিনের, মা হাসপাতালে ভর্তি



ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ট্রলির ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে দুই মাস বয়সী একটি শিশু। শনিবার (১০ মে) দুপুরে উপজেলার চারাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশুর নাম রুহুল আমিন, সে ভালকি গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। দুর্ঘটনায় শিশুটির মা সাথী খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, সাথী খাতুন তার বাবার বাড়ি থেকে সন্তানসহ ইজিবাইকে করে নিজ বাড়িতে ফিরছিলেন। চারাতলা বাজার এলাকায় পৌঁছালে একটি ধান বোঝাই ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু রুহুল আমিন ছিটকে পড়ে সড়কে পড়ে যায়।


স্থানীয়রা দ্রুত মা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই শিশুটির মৃত্যু হয়।


ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আইভি জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।


হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খান বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন