সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




ডাকছে নদীর খেয়া

তাছলিমা আক্তার মুক্তা 


যেমন করে দিচ্ছে  উড়াল 

রাস্তার ধুলো বালি , 

তেমন করে নিচ্ছে বিদায় 

চারপাশের গাছ গাছালি । 


শহর ছেড়ে যাচ্ছি চলে

গ্রাম জননীর টানে , 

শান্তি  আমার লুকায়িত 

পাকা ধানের ঘ্রাণে । 


ধানের মাড়াই পদ্ম পুকুর 

উজান বিলের মাছ , 

আষাঢ় মাসের বৃষ্টি দুপুর 

মনে পড়ছে আজ । 


জোনাকপোকা  হাসনাহেনা 

 বর্ষার কদম কেয়া ,

ভর দুপুরে আমায় যেন

ডাকছে  নদীর খেয়া ।

Post a Comment

নবীনতর পূর্বতন