বীরগঞ্জে ভুয়া ফেসবুক আইডি থেকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা রোডস্থ বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের বিএনপির কর্মী মোঃ নুর ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। দীর্ঘ ১৯৯৪ সাল থেকে ৮নং ভোগনগর ইউনিয়ন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু সত্যেরপথে লড়াই সহ বিভিন্ন ভুয়া ফেসবুক পেইজ/আইডি থেকে আমার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার মান-সম্মানহানি ঘটাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে আসে বাংলাদেশ লেবার শ্রমিক লীগ/ফেডারেশন এর পেডে কবিরাজহাট এলাকার দোকানপাট, গোডাউন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং যানবাহনে মালামাল লোড-আনলোডের কার্যে কর্মরত সদস্য শ্রমিকদের দেখাশুনা করার জন্য কবিরাজহাট উপ-কার্যালয়ের উপ-কমিটির সভাপতি পদে আমাকে দেখানো হয়েছে। যেখানে আমার স্বাক্ষর সহ কারো অনুমোদিত স্বাক্ষর নেই। স্ব-জ্ঞানে ও সুস্থ্য মস্তিকে আমি বলছি, কোনদিন এই কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম না। তিনি আরও বলেন, আমি দীর্ঘ ১৫ বছর যাবৎ মানুষের বিপদে সর্বদাই পাশে দাড়িয়েছি, যা বর্তমানেও চলমান রয়েছে। শুধু আমি নই বরং আমার দলের ভাবমূর্তী ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা আমার মনে হয় এটি একটি কু-চক্রিমহলের কাজ।
এ বিষয়ে বীরগঞ্জ থানায় আইনানুকভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়েছেন ভুক্তভোগী।
إرسال تعليق