সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু ডাইং ও টেক্সটাইলে গ্যাস বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ৫মে সোমবার ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন মঞ্জু ডাইংয়ে নিরাপত্তা কর্মী ও নোয়াখালী জেলার বাসিন্দা আব্দুল হান্নান(৫২) এবং কারখানার অফিসার ও রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকার কবির হোসেন(৪৫)। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের ত্রুটির কারনে এই দুর্ঘটনা ঘটে।

কারখানার মালিক মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে অন্য সকলকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই ভালো আছে। আহত শ্রমিকদের চিকিৎসা খরচ কারখানার পক্ষে বহণ করা হচ্ছে।

উল্লেখ্য গত ১মে মঞ্জু ডাইং কারখানার তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ চারজন দগ্ধ হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন