সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




দক্ষিণ এশীয় নারী সম্মেলন ২০২৫ এ অংশগ্রহণ করেন সিমেক ফাউন্ডেশন বাংলাদেশ 


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিত সিমেক ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এই ধারাবাহিকতায়, ৮ থেকে ১০ মে ২০২৫ তারিখ পর্যন্ত ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় নারী সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণ করে সিমেক ফাউন্ডেশন।


“দক্ষিণ এশিয়ার গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন: টেকসই অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন ভুটানের মহামান্য রানি মাতা দর্জি ওয়াংমো ওয়াংচুক, যিনি তারায়ানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি।


সিমেক ফাউন্ডেশনের পক্ষে সম্মেলনে অংশগ্রহণ করেন  সিমেক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইঞ্জি. সরদার মো. শাহীন। সম্মেলনে আরও অংশগ্রহণ করেন সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ড. সঞ্জীব রায়, আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের সমন্বয়কারী ড. সরিফুল ইসলাম এবং সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির এক্সিকিউটিভ জেরিন শাবাব। 


সম্মেলনে ইঞ্জি. সরদার মো. শাহীন “গ্রামীণ পর্যটনের জন্য আঞ্চলিক সহযোগিতা নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনায় বক্তব্য প্রদান করেন। তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রামীণ পর্যটনের উন্নয়নে সম্ভাবনাময় পথ ও কৌশল তুলে ধরেন।


সম্মেলন শেষে ভুটানের রানি মাতার আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন ইঞ্জি. সরদার মো. শাহীন, যেখানে তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কুশল বিনিময় করেন।

Post a Comment

أحدث أقدم