সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




বাহরাইনে বাংলাদেশি ইলেকট্রিক্যাল সুপার টিমের উদ্যোগে মহান মে দিবস উদযাপিত করা হয় 


বাহরাইন প্রতিনিধি:-মাহির তালুকদার আলম 


বাহরাইনে বাংলাদেশি ইলেকট্রিক্যাল সুপার টিমের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে  আন্তর্জাতিক  শ্রমিক দিবস উদযাপিত হয়।

শুক্রবার সকাল  রাজধানি  মানামার বিভিন্ন শহরে বাংলাদেশি অভিবাসী  জনসচেতনতার লক্ষ্যে  লিফলেট ও পানি বিতরন করেন, সন্ধ্যায় মানামার একটি আভিজাত হোটেলে সংগঠনের  পুন  নির্ধারিত অনুষ্ঠান আয়োজন করেন।  কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ দুতাবাসের শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমান বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কিশোর মেলা বাহরাইনের  পরিচালক  জয়নাল আবেদিন

বিজনেস ফোরামের সহ-সভাপতি  আবুল কালাম আজাদ, বিজনেস ফোরামের  সেক্রেটার  জসীমউদ্দীন, বিজনেস ফোরামের দপ্তর ও আন্তর্জাতিক বিশেষ সম্পাদক আব্দুল হান্নান , বাংলাদেশ ইয়ুথ ক্লাব সভাপতি ইমন হোসাইন  সহ  বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও  বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ।প্রধান  বক্তা বিশেষ অথিতির বক্তব্যে  শ্রম অধিকার নিয়ে  B-BEST  এর সাথে একসাথে কাজ করার  আশ্বাস ও অভিমত ব্যক্ত করেন সংগঠনের প্রচার সম্পাদক হাবিবুর রহমান  সভাপতি  আবু নাসের বাহরাইনে বিগত দিনের  তাদের কার্যক্রম  তুলে ধরেন, পরে নৈশ ভোজের  মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে

Post a Comment

নবীনতর পূর্বতন