সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




তাহিরপুর উপজেলাবাসীর স্বপ্ন কামরুল কে এমপি হিসেবে দেখতে চান।

স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জ ১- আসনের জনপ্রিয় হাওর পাড়ের নিবিদত প্রান, হাওর পাড়ের মানুষের একমাত্র আস্থার প্রতিক,হাওর বন্ধু কামরুজ্জামান  কামরুল। 


তিনি সবসময় সাধারণ জনগণের খোঁজ খবর রাখেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,ও (সাবেক)জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের (সাবেক)সফল জননন্দিত চেয়ারম্যান,হাওর বন্ধু জননেতা মো.কামরুজ্জামান কামরুল কে সুনামগঞ্জ ১ আসনে এমপি হিসাবে দেখতে চান তাহিরপুর উপজেলাবাসী।


সাধারণ জনগণের ভাস্যমতে কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য,জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক,ও তাহিরপুর উপজেলা পরিষদের(সাবেক)চেয়ারম্যান,বেগম খালেদা জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক।


গেল ফ্যাসিবাদী ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বারবার নির্যাতনের শিকার হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল মামাকে এমপি' হিসেবে দেখতে চান সুনামগঞ্জ ১- আসনের তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর  উপজেলার সর্বস্তরের জণগণ।

সাধারণ মানুষ জানান,কামরুজ্জামান কামরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তৃণমূল কর্মীদের অসংখ্য ভালবাসা, দোয়া ও শুভকামনাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার পক্ষে ৪ উপজেলায় দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী, ভক্ত-ও শুভাকাঙ্খিরা।


হাজার হাজার মানুষের সমর্থন আর ভালোবাসায় দিন দিন সিক্ত হচ্ছেন আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ আসনের আপামর জনতার একমাত্র পছন্দ এমপি'প্রার্থী হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল।



তারা আরও বলেন, জনপ্রিয়তার দিক থেকে মাঠ জরিপে হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল সবার চেয়ে এগিয়ে রয়েছেন।

মো.কামরুজ্জামান কামরুল এর   আন্তরিকতা,মেধা ও রাজনৈতিক প্রজ্ঞাসহ রাজপথে বলিয়ান নেতৃত্ব দিয়ে কাজ করে গত ১৫ বছরে সুনামগঞ্জ -১ আসন 

কে বিএনপির একটি শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলেছেন তিনি।

আমাদের সুনামগঞ্জ-১ আসনের চারটি উপজেলাই বন্যা কবলিত উপজেলা।

নিজ চোখে কাছ থেকে দেখেছি বন্যা হলেই কামরুজ্জামান কামরুল।

ছুটে চলেছেন এবং ঘরবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল,ডাল,তেল,আলু অসহায়দের মাঝে বিতরণ করেছেন।



ওই সময় সুনামগঞ্জ ১ আসনের ৪টি উপজেলাতেই তিনি একজন জনদরদী ও হাওরবন্ধু নেতার খেতাব পেয়েছিলেন।


 তার একমাত্র চিন্তা,চেতনা সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়ন করা তার 

একমাত্র স্বপ্ন।


সুনামগঞ্জ -১ আসনের মানুষের কাছে হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল মামা, তিনি একজন নিঃস্বার্থবান এবং ত্যাগী নেতা,একজন হাওর বন্ধু হিসেবে পরিচিত। 


তাকে নিয়ে তাহিরপুর উপজেলার মানুষ স্বপ্ন দেখেন,৯০% মানুষ মনে করেন।কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ ১- আসনে

বিএনপি থেকে মনোনয়ন পেয়ে এমপি' নির্বাচিত হলে সরকারি সকল বরাদ্দ সাধারণ মানুষের মাঝে সুষম বন্টন নিশ্চিত হবে।

উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবে এই তাহিরপুর উপজেলার রাস্তাঘাট।


স্থানীয়দের মতে আরও জানাযায় কামরুজ্জামান কামরুল (মামা)এমপি নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ আসনে বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত একটি স্মার্ট তাহিরপুর উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। উন্নয়নের জোয়ারে ভাসবে তাহিরপুর উপজেলাটি। 



সুনামগঞ্জ ১- (আসনে)আগামী নির্বাচনে এমপি প্রার্থী হওয়া প্রসঙ্গে কামরুজ্জামান কামরুল বলেন,আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছি। 

আমি বাংলাদেশের মজলুম এক অবিসংবাদিত মহীয়সী নারী,আপোষহীন দেশনেত্রী "বেগম খালেদা জিয়ার আদর্শের একজন সৈনিক।

যিঁনি এত জেল- জুলুম, মিথ্যা মামলা, মিথ্যা অপবাদ, কটুক্তি, হয়রানী সহ্য করে; জীবন- মৃত্যুর সন্ধিক্ষণেও দেশের মানুষ কে ছেড়ে যাননি।

মাটি ও মানুষের শ্রদ্ধা আর অমলীন ভালোবাসায় সিক্ত তিনি। কোটি মানুষের দোয়ার বরকতে মহান আল্লাহ্ আপনার নেক হায়াত বাড়িয়ে দিন। আ-মীন শ্রদ্ধা হে মহীয়সী জননী।

 ৩ বারের (সাবেক)প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে চাই। সুনামগঞ্জ ১- আসনের আমার প্রিয় তাহিরপুর উপজেলাবাসীসহ জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার   মানুষের অনেক দিনের স্বপ্ন, আশা ও আকাঙ্খা পূরণ করতে চাই।

Post a Comment

নবীনতর পূর্বতন