সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



জুলাই মঞ্চের ‘বিচার বহির্ভূত হত্যা বিরোধী প্রতিনিধি’ হলেন সাভার আশুলিয়ার আজিজ


সালমা আক্তার  (কুমিল্লা) 


জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার সাভার উপজেলায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া আজিজুল হককে জুলাই মঞ্চের কেন্দ্রীয় কমিটির ‘বিচার বহির্ভূত হত্যা বিরোধী প্রতিনিধি’ হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এবং নিউট্রেশন বিভাগে পড়াশোনা করছেন।


গত ১২ মে ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত স্লোগানকে সামনে রেখে জুলাই গণহত্যার বিচার ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ত্বরান্বিত করতে দেশের বিভিন্ন স্থানে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদেরকে নিয়ে জুলাই মঞ্চের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।


জুলাই মঞ্চের আহবায়ক হয়েছেন আরিফুল ইসলাম তালুকদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিস বিভাগের ছাত্র। আরিফুল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে ভিপি নুরুল হক নুর, রাশেদ খান, ফারুক হাসানদের সাথে সম্মুখ সারির নেতৃত্বদানকারী এবং ২০২৪ সালের হাসনাত আব্দুল্লাহ, নাহিদ সারজিস সহ অন্যান্য জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীর মধ্যে অন্যতম ছাত্রনেতা আরিফুল ইসলাম তালুকদার তার নেতৃত্বে জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই মঞ্চের যাত্রা শুরু করেন।


সংগঠনটির মুখপাত্র (সদস্য-সচিব পদমর্যাদার) করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব হোসাইনকে। তিনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রধান সারির নেতৃত্বদানকারী সংগঠক ও ছাত্র নেতা । পরবর্তীতে তিনি গণঅধিকার পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


জুলাই মঞ্চের ‘বিচার বহির্ভূত হত্যা বিরোধী প্রতিনিধি’ আজিজুল হক বলেন, আমি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর হেফাজতে ইসলামের আন্দোলনে সক্রিয় ছিলাম। পরবর্তীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেশ বরেণ্য আলেম মরহুম মতিউর রহমান নিজামী, মরহুম দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুক্তির আন্দোলন ছাড়াও কারাবন্দি সকল উলামায়ে কেরামদের মুক্তির দাবিতে আন্দোলন করেছি।


এছাড়াও বিগত স্বৈরাচার আমলে দেশ ও জনগণের স্বার্থে বিভিন্ন আন্দোলনে আমি সম্মুখ সারিতে ভূমিকা পালন করে আসছি। তিনি বলেন, ২০১৮ এর কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণ বিরোধী আন্দোলন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল আন্দোলনেও আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে অন্যতম সংগঠক ও সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আন্দোলন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে ১৫ জুলাই দুপুর পর্যন্ত আমি ঢাকার শাহবাগ, সাইন্সল্যাব ও টিএসসিতে ছিলাম। পরবর্তীতে ১৫ জুলাই বিকেল থেকে ৫ আগস্ট পর্যন্ত সাভার উপজেলাধীন জাহাঙ্গীরনগর, রেডিও কলোনি, গেন্ডা, পাকিজার মোরে অবস্থান নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি।


তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সক্রিয় যোদ্ধারা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে। এর মধ্যে অন্যতম জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের মুহূর্ত থেকে আমরা যে স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশের। সেই স্বপ্নের ধারাবাহিকতায় সর্বপ্রথম জুলাই ঘোষণা পত্র এবং গণহত্যাকারীদের বিচার, অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত ছাড়াও সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদের এই চলমান যাত্রার ধারাবাহিকতায় জুলাই মঞ্চ গঠিত হয়। এই চলমান যাত্রায় জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছি বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে সরকারকে সহযোগিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। নতুন বাংলাদেশ গড়তে আমরা অঙ্গিকারবদ্ধ।

Post a Comment

أحدث أقدم