সন্ধানে বাংলাদেশ সংবাদ

 



দামুড়হুদা জয়রামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক  মৃত্যু অফিস থেকে ফেরা হলো না আর বাড়ি।


মোঃ মিনারুল  ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

২২/০৫/২০২৫ ইং বৃহস্পতিবার 


 চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেল স্টেশন সংলগ্ন জয়রামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু। জয়রামপুর রেল স্টেশনের ক্যাবিন ঘরের নিকটে  ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যু  হয়েছে বলে যানা যায়। 


চুয়াডাঙ্গা থেকে কপোতাক্ষ ট্রেনে  করে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গাফফার আলী ওরফে (আকাশ) (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


গতকাল  বুধবার ২১/০৫/২০২৫  ইং তারিখে সন্ধার ৬.৩০ ঘটিকার সময় জয়রামপুর রেল স্টেশনের নিকট এই দূর্ঘটনা ঘটে।

নিহত গাফফার আলী জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর একমাত্র ছেলে। সে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।


 এলাকার উপস্থিত  লোকজনের নিকট জানা যায়   তিনি তার কর্মস্থল চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড নিজ অফিস  থেকে রাজশাহী  হতে  ছেড়ে আসা খুলনা গামি  কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করে বাড়িতে  আসার জন্য  রওনা হয়েছিলেন। কিন্ত ভাগ্যের নির্মুম পরিহাসে ট্রেন থেকে  মাটিতে ছিটকে পড়ে । মাথায় গুরুতর আঘাত  পাওয়ায় তিনি  ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন।

Post a Comment

أحدث أقدم