সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




কবিতাঃ

 কে কার করে সন্ধান


কবি   ঃ মাহমুদ আল মামুন


কতটা আঁধার সরিয়ে ওঠে

যাকে দেখে পৃথিবী উচ্ছ্বাসে বলে

আহা! আলোর প্রেম আহা! সভ্যতা, তোমার

মায়ায় আমাকে ছুঁেয় দাও ছুঁয়ে দাও।


কতটা বিশ্বাসে ফোটে ফুল

স্বপ্নের আশ্বাসে উড়ে পাখি,

প্রাণের স্পন্দনে বাড়ে

জননীর সুপ্ত গর্ভের ভ্রূণ।


কতটা কষ্টের কান্না থেকে 

পাথরের বুক ভেঙে ঝর্ণা নামে

নদী সমুদ্র সঙ্গমে খুঁজে পায়

অপার শান্তির স্রোতধারা।

Post a Comment

নবীনতর পূর্বতন