সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




জয়পুরহাটে রতন ও রাসেল নামে দুই মাদক কারবারি গ্রেফতার



মোঃ রুহুল আমিন পারভেজ

 জেলা প্রতিনিধি জয়পুরহাট 


জয়পুরহাট,  জেলার সদর উপজেলায় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ও রাসেল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 


২ ই মে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের বড় হেলকুন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।পরে, শুক্রবার আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তারকৃত রতন চন্দ্র মালী (৪২) ও রাসেল হোসেন (২৪) জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের বড় হেলকুন্ডা গ্রামের বাসিন্দা।


র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে র‌্যাব সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বড় হেলকুন্ডা এলাকার মাদক কারবারি রতন ও রাসেলকে মাদক বিক্রি করার সময় হাতেনাতে আটক করে।অভিযানকালে ঘটনাস্থলে ২ জনের নিকট থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোন উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। পরে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার আদালতে নেয়া হয়েছে। আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন