সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




হবিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত।


জেলা প্রতিনধি :

মুজিবুর রহমান  

: জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং হবিগঞ্জ জেলা কমিটির মত বিনিময় সভাপতি অনুষ্ঠিত। 


১লা মে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পুরাতন হাসপাতাল সড়ক জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল হক এর সভাপতি এবং সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাংবাদিক মোঃ মমিনুর রহমান শাইন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সাংবাদিক মোঃ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ। 


এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক উজ্জ্বল বনিক, সহ-সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আজিজুল ইসলাম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর সাজন, সিনিয়র সদস্য সাংবাদিক আব্দুল কাদির কাজল, সাংবাদিক মুজিবুর রহমান, লাখাই উপজেলা শাখার সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, প্রমুখ।

সায়েস্তাগঞ্জ উপজেলার শাখার সভাপতি আব্দুল হক রেনু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরকার, চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ।


প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্যে তৈরি করে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করতে হবে, আমাদের সংগঠন ১৯৮২ সাল থেকে ৬৪ জেলার প্রত্যেকটি উপজেলা কমিটি করে ন্যায্য দাবি নিয়ে সাংবাদিকদের বিপদে আপদে সুখে দুঃখে কাজ করতেছে করে যাবে।

আপনারও সংগঠনের জন্য করে যান, আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করবো সবসময়।

Post a Comment

নবীনতর পূর্বতন