বীরগঞ্জে করলা ও ঝিঙ্গা গাছ কেটে দিল দুর্বৃত্তরা
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে কৃষকের আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গা রাতের আঁধারে, কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ।
৮ মে বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই এলাকার মাস্টার পাড়া গ্রামের আবুল কালাম আজাদের এমন ঘটনা ঘটে।
দিনমুজুর জোহরা বেগম বলেন, আমি প্রায় ২ মাস থেকে এখানে কাজ করছি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করে বাড়িতে গিয়েছিলাম আর সকালে ক্ষেতে এসে দেখি যে, করলা ও ঝিঙ্গার গাছগুলো শুকিয়ে গেছে। এমন দেখে আমরা সবাই কান্না করেছি, যারাই এমন করুক তাদের আমরা বিচার ও শাস্তি চাই। তিনি মানুষ হিসেবে অনেক ভালো, আমাদের সাথে সারাদিন মাঠে কাজ করেন। যে কোনো লেনদেন সবসময় দিয়ে দেয় কোনোদিন ঝামেলা হয়নি।
পার্শ্ববর্তী গ্রামের আব্দুল মালেক বলেন, আমি খবর পেয়ে দেখতে এসেছি, আড়াই বিঘা জমির সব গাছগুলি একটা একটা করে কেটে দিয়েছে। এমন নৃশংস ঘটনা যে ঘটিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার।
ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ বলেন, আমার মোট সেখানে ৬ বিঘা জমি রয়েছে তার মধ্যে আড়াই বিঘা জমির ঝিঙ্গা ও করলার গাছ কেটে দিয়েছে। কারো সাথে আমার কোনো পূর্ব শত্রুতার জের নাই এবং আমি কোনো দিন কোনো ক্ষতি করিনি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, এ ঘটনায় একটি জিডি করেছে কৃষক।
একটি মন্তব্য পোস্ট করুন