সন্ধানে বাংলাদেশ সংবাদ

 





রাজশাহীতে ডিভোর্সি নারীর ঘরে পুলিশ সদস্য-আ*ট*ক



রাজশাহীতে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক-পুলিশ সদস্য 



স্টাফ রিপোর্টার-


রাজশাহীর তালাইমারী  বাদুড়তলা এলাকায়  এক নারীর ঘরে পুলিশের এক কনস্টেবলকে পাওয়া যাওয়ায় স্থানীয়  লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ  গিয়ে ওই কনস্টেবল ও নারীকে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে বুধবার  দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে।

আটক হওয়া  পুলিশ সদস্যের নাম টি এম নাসির উদ্দিন। তিনি রাজশাহী রেঞ্জের  বেইজড ওয়্যারলেস অপারেটর পদে কর্মরত। ঘটনার পর বৃহস্পতিবার  দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা হেফাজতে ছিলেন। যদিও তাকে  আটক দেখানো হয়নি এবং কোনো মামলাও হয়নি, তবে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ  কর্তৃপক্ষের নজরে আনা  হয়েছে। নাসির উদ্দিনের বাড়ি  সিরাজগঞ্জ জেলায়। সেখানে  তার স্ত্রী ও সন্তান রয়েছে। অন্যদিকে, যে নারীর ঘরে তাকে পাওয়া গেছে, তিনি  তার আগের স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন। কনস্টেবল নাসিরের দাবি, কালেমা পড়ে  তিনি ওই নারীকে বিয়ে করেছেন, এবং তার পূর্ববর্তী  স্ত্রীও এ বিষয়ে অবগত। তবে তাদের বিয়ের কোনো লিখিত রেজিস্ট্রেশন (রেজিস্ট্রি) এখনো  সম্পন্ন হয়নি।নাসির জানান, তিনি ওই নারীকে সম্মানজনকভাবে  গ্রহণ করেছেন এবং এখন আইন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি  করতে চান। তার দাবি অনুযায়ী, এটি ব্যক্তিগত ও বৈবাহিক সম্পর্ক, কোনো  অনৈতিক সম্পর্ক  নয়।

মতিহার থানার ওসি আবদুল  মালেক জানান, “ওই নারী  তার মায়ের বাড়িতে থাকতেন। রাতের বেলায় সেখানে কনস্টেবল  নাসির যান। তখন স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ঘরে একত্রে পেয়ে  বিষয়টি আমাদের জানান। পরে আমরা গিয়ে উভয়কে থানায় নিয়ে  আসি।

তিনি আরও বলেন, “নাসির  দাবি করেছেন তারা বিবাহবন্ধনে  আবদ্ধ হয়েছেন, কিন্তু রেজিস্ট্রি হয়নি। বিষয়টি এখন ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বিবেচনা  করা হবে।

রাজশাহী রেঞ্জের পুলিশ  সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, “আমি  ঘটনাটি আগে জানতাম না। তবে এরকম কোনো ঘটনা ঘটলে, অবশ্যই  বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া  হবে।

Post a Comment

أحدث أقدم