সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




বগুড়াতে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম "ডিডাফ" কমিটি গঠন


মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী :

অদ্য ০৯-০৫-২০২৫ খ্রি.তারিখ রোজ শুক্রবার বিকেল  ৪ ঘটকার সময়  রাজশাহী বিভাগের বগুড়া  জেলায় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ)এর পৌর পার্কে কমিটি গঠন হয়।


 মিটিং এর শুরুতেই  কোরআন থেকে তেলওয়াত করেন,    (মোঃ মামুন ( সাধারণ সম্পাদক ডিডাফ রাজশাহী বিভাগ) সভাপতিত্ব করবেন মোছাঃ শিরিনা বেগম ( ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) বগুড়া জেলা কমিটির সভাপতি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:মনিরুল ইসলাম ( ডিডাফ সেন্টাল কমিটি সদস্য ও রাজশাহী বিভাগে সমন্নয়ক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ  মিজানুর রহমান ( সহ- সভাপতি ডিডাফ রাজশাহী বিভাগীয় কমিটি)  মো: আলাউদ্দীন মন্ডল (ডিডাফ রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক)  আরো যারা উপস্থিত ছিলেন,   মোঃ মামুন ( সাধারণ সম্পাদক ডিডাফ রাজশাহী বিভাগ) 

অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত মোছাঃ সালমা বেগম মোছাঃ পারুল বেগম,মোছাঃমরিয়ম বেগম,মোছাঃ বৃষ্টি বেগম,মোছাঃ শাহিনুর মোছাঃ আনুঞ্জুয়ারা বেগম, মোছাঃ মমেনা বেগম, মোছাঃ রিনা বেগম  ছিলেন। বর্তমানে বগুড়া 

 জেলা ২১ সদস্য নতুন কমিটি  সেন্টালে পাঠানো বিষয় নিয়ে রাজশাহী  বিভাগের সমন্বয়কের সাথে আলোচনা করা হয় । আমাদের ডেসটিনির এম,ডি মোহাম্মদ রফিকুল আমিন ও আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্যারের সুস্বাস্থ্য কামনা  করেন। সভাপতি সবাইকে ধন্যবাদ দিয়ে সভার ড়কার্যক্রম  সমাপ্ত ঘোষণা করে।

উপস্থাপনা ছিলেন মোঃ  মিজানুর রহমান  সহ- সভাপতি ডিডাফ রাজশাহী বিভাগীয় কমিটি।

Post a Comment

أحدث أقدم