বদলগাছী থেকে সাবেক রাজশাহী সিটি মেয়রের পিএস গ্রেফতার।
মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিনিধি নওগাঁঃ
আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) বদল গাছীর সদর ইউপির চাকরাইল গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগ সভাপতি মন্ডলির সদস্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন এর পিএস ছিল বলে জানা যায়।
৯মে শুক্রবার আনুমানিক ভোর ৫.৩০ টায় তাঁকে গ্রেফতার করা হয়।
তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মৃত সাব্বির আহমেদ চৌধুরীর ছেলে আব্দুল ওহাব চৌধুরী সাগরকে(৪৫) গ্রেফতার করা হয়।
সাবেক মেয়রের পিএস টিটু রাজশাহী বোয়ালিয়া থানার রানীবাজার এলাকার মৃত আব্দুল ওয়াদুদ খানে’র ছেলে।
গ্রেফতার আব্দুল ওয়াহেদ খান টিটু বাসার মালিক সাগর চৌধুরীর ছোট ভাই টিটুর সম্পর্কে বড় স্যালক।সেই সুত্রে গত বুধবার সাগরের বাড়িতে বেড়াতে আসেন এবং লুকিয়ে থাকেন।
বিষয়টি জানাজানি হলে স্হানীয় জনতা বাসাটি ঘেরাও করে পুলিশে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়।
একই দিনে এলাকার বিভিন্ন জায়গা থেকে আরও তিনজনকে ককটেল বিস্ফোরণ ঘটায় গ্রেফতার করেন পুলিশ। এরা হলেন, উপজেলার আধাই পুর ইউপির বসন্ত পুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে উপজেলা যুব লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম উজ্জ্বল (৪০)।রাজা পুর এলাকার বাবুল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৮)। বালুভরা ইউপির চকগোপাল পুর গ্রামের মৃত অশোক কুমারের ছেলে পুলকেশ সরকার (৫২)।
একই দিনে গ্রেপ্তার ৫ জন আসামির মধ্যে ৪ জনকে গত বছর ৫ নভেম্বর গোবর চাপা ককটেল বিস্ফোরণ ঘটায় গ্রেফতার করা হয়েছে বলে জানান বদল গাছী থানা ওসি ( তদন্ত) সাইফুল ইসলাম।
বাড়ির মালিক সাগর চৌধুরীর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন