সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




দর্শনায় বৈশাখী ফুটবল টুনামেন্টের উদ্বোধন ও ফুটবল ও দাবার সেট বিতরন


মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা  জেলা প্রতিনিধি 

২৩/০৪/২০২৫ ইং বুধবার



 চুয়াডাঙ্গা জেলার দর্শনা আকন্দবাড়িয়ায়  বৈশাখী ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন  ফুটবল ও দাবার সেট বিতরন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। আজ বুধবার বিকাল ৫ টায় কেরু এ্যান্ড কোম্পানীর মাঠে আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে ০৮ দলের ফুটবল টুনামেন্টের  শুভ উদ্বোধন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ  শহীদ তিতুমীর। এ বৈশাখী  ফুটবল টুনামেন্টর সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান ও দর্শনা থানা বিএনপির সাধারন সম্পাদক আহম্মদ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির সম্বনয়ক আলহাজ্ব মশিউর রহমান, বিএনপি নেতা মোমিনুল ইসলাম, ফরমান আলী, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক ফুটবলার সাইফুল ইসলাম হুকুম, আশরাফুজ্জামান বেল্টু, প্রমুখ। পরে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও দাবার সেট উপহার দেন, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর, আরও একটি ফুটবল উপহার দেন সাইফুল ইসলাম হুকুম, এ সময় বক্তরা  উপস্থিত সকলের উদ্যোশে বলেন, মাদক মুক্ত দর্শনা গড়া ও যুব-সমাজকে খেলাধুলায় মনোনীবেশ করার লক্ষে তিনি এ ধরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান। এছাড়া আগামী ভবিষৎ এর কথা চিন্তা করে এবং মোবাইল ফোন থেকে দুরে থেকে অবসরে দাবা খেলার জন্য সকলকে তিনি আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউল পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান ধীরু।

Post a Comment

أحدث أقدم