কমলগঞ্জ পৌরসভায় চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই, লাফিয়ে পালানোর চেষ্টা, গুরুতর আহত ছিনতাইকারী আটক
নিউজ ডেস্ক,
কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় শনিবার (তারিখ দিন) দুপুরে চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানান, চলন্ত ট্রেনের মধ্যে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে এক যুবক। মোবাইলটি ছিনিয়ে নেয়ার পর আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে ছিনতাইকারী। মোবাইলের মালিকও তাকে আটকাতে গিয়ে ট্রেন থেকে লাফ দেন।
দুজনেই আহত অবস্থায় পড়েন। পরে স্থানীয়রা ছিনতাইকারী যুবককে একটি ঘরের চিপা থেকে আটক করে। আহত ছিনতাইকারীর পরিচয় জানা গেছে, সে হবিগঞ্জ জেলার বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মোবাইল মালিক গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, ট্রেন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ছিনতাই ও চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে কমলগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, এ ধরনের ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন