মেহেন্দিগঞ্জে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
-------------------------------------------------------------
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে মিয়াজি ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শত অসহায়, গরীব, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উত্তর উলানিয়া ইউনিয়নের উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সারিবদ্ধ ভাবে বসিয়ে প্রত্যেক পরিবারের হাতে ২ কেজি ডাল, ২ কেজি চিনি,১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি,১ কেজি তৈল,২ কেজি পিয়াজ, লবন ১কেজি, ৫ কেজি চাল, ৩ কেজি আলুর সমন্বয়ে ১টি করে বস্তা তুলে দেয়া হয়। আল-নুর আই হাসপাতাল,বাংলাদেশ এবং সম্মানিত দাতা আবু খালেদ (হাফিযাহুল্লাহ) এর অর্থায়নে "বাংলাদেশে খাদ্য ঝুড়ি বিতরন প্রকল্পের আওতায়"- এই খাদ্য সামগ্রী বিতরনের শুভ উদ্বোধন করেন, মিয়াজি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহীদুল ইসলাম, হোগলটুলি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, আল-নুর আই হাসপাতালের পক্ষে মোঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা নুরে রাব্বি, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ মোঃ রফিকুল ইসলাম, উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, মাষ্টার আমজাদ হোসেন, মেহেন্দিগঞ্জ পূর্বাঞ্চল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি রিয়াজ উদ্দিন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন