সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




‎রাজশাহী দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

‎দুর্গাপুর  প্রতিনিধি : রাজশাহী দুর্গাপুরে পানবরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ।  

‎শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্যামপুর গ্রামের পূর্বপাড়া একটি পানবরজে এ ঘটনা ঘটে। রাসেল মোল্লা উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে।

‎স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, রাসেল মোল্লা একজন ভালো ছেলে ছিলো। তার নিজের জমিতে পানবরজ আছে। হঠাৎ গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাসেল নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শনিবার (২৬ এপ্রিল) সকালে তার চাচা আব্বাস মোল্লার পানবরজে বাঁশের সাথে নিখোঁজ রাসেলের ঝুলন্ত মরদেহটি দেখতে পায় এলাকাবাসী।

‎স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রাসেল একজন পানচাষী ছিলো তাদের সুখী পরিবার। সহজ সরল একজন ছেলে। হঠাৎ নিখোঁজের পর পানবরজে লাশ দেখে আমরা হতবাক। এলাকায় তার সাথে কোন মানুষের শক্রতার কথা শোনা যায়নি যে তাকে কেউ হত্যা করতে পারে।

‎শনিবার সকালে এলাকাবাসী প্রথমে পানবরজে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান । 

‎বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা মুঠোফোনে বলেন, খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন