জেলা গোয়েন্দা শাখা( ডিবি ২) অভিযান পরিচালনা করে ৯ জুয়ারিদের আটক সহ জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিসহ জব্দ করে।
মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল বুধবার রাতে কামালের বার্তী বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ারিদের গ্রেপ্তার করে
জেলা গোয়েন্দা শাখা (ডিবি ২) এর পুলিশ।
গ্রেপ্তারকৃত হলোঃ- বকশিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম (৩২), সাধুরপাড়া ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল হক(৩৬), বাবুল(৪০), মোঃবিলেতআলী (৩৬), আজাদ (২৮),
মোঃ মজনু মিয়া(৪০), মোঃমান্নান (২২), সফিক(৩৬), মোঃআব্দুল্লাহ (২৭)।
জেল গোয়েন্দা (শাখা ২) এসআই শাহজাহান বাদী হয়ে ধৃত জুয়ারিদের বিরুদ্ধের জুয়া আইনে মামলা দায়ের করে জামালপুর আদালতে প্রেরন করেছেন। মামলাসূত্রে জানা যায়- বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী বাবুলের বাড়িতে জুয়া খেলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জামালপুর (গোয়েন্দা ২) পুলিশের একটি টিম।
এসময় ৯ জুয়ারিদের আটকসহ জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিসহ জব্দ করে।
জেলা গোয়েন্দা (শাখা ২) সেকেন্ড অফিসার মো. শহিদুল আলম বলেন- ধৃত জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে ১৮৬৭ সালের ৩/৪ ধারায় প্রকাশ্যে জুয়াখেলা মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
إرسال تعليق