সন্ধানে বাংলাদেশ সংবাদ

 





উখিয়ার কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামীসহ ৩ জনকে  গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।


আরফাতুল ইসলাম, উখিয়া কক্সবাজার। 

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।


শনিবার (২৬ এপ্রিল)২০২৫ইং রাত ৩ টার দিকে টার দিকে উখিয়ার হলদিয়া পাতাবাড়ি এলাকায় র‍্যাব -১৫ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।


আটককৃতরা হলেন,নিহত মান্নানগং'র হত্যা মামলার প্রধান আসামী আবুল ফজল বাবুল,২নং আসামী মাহমুদুল হক,৬নং আসামী মোঃ রায়হান। 


র‍্যাবের সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পৃথক মামলা রুজু হয়। সেই মামলায় নিহত মান্নান,রওশন আরা,শাহীনা আক্তার তারা ৩ জন নিহতের ঘটনায় তার পরিবার গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা দায়ের করেন।সেই মামলার ৩ আসামীদের গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ্য, গত ৬ এপ্রিল রবিবার উখিয়ার কুতুপালংয়ের পশ্চিম পাড়া এলাকায় ২০ শতক জমিবিরোধের জেরধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরো এক নারী মৃত্যুবরণ করেছিলেন।


এঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছিলে। 

তাঁরা হলেন ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন, তাঁর আপন চাচাতো ভাই মোঃ আব্দুল মান্নান,মান্নানের বড় বোন শাহিনা আক্তার সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন মান্নানের আর এক বড় বোন রওশন আরা।নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও রাজাফালং ইউনিয়ন জামায়েতের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা রুজু হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন