সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




কুমিল্লায় মালেকা মমতাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়


রিপোর্টার সালমা আক্তার কুমিল্লা 


আজ ২৮ এপ্রিল ২৫ কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার প্রাচীন বিদ্যাপাঠ মালেকা মমতাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা( অতিরিক্ত জেলা প্রশাসক) জনাবঃ তৌহিদুল ইসলাম,মানব সম্পদ উন্নয়ন কুমিল্লা, বিশেষ অতিথি জনাব মোঃ শাহজালাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আদর্শ সদর কুমিল্লা, সভাপরিত্ব করেন জনাব মোঃ  ওয়াসিরুল হাসান (সুমন), 

প্রধান শিক্ষক মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়, 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো শাহজালাল,উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ বিল্লাল হোসেন  ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার সমাজ সেবক, শেখ ফরিদ উদ্দিন অভিভাবক, সদস্য ইমরান হোসেন, প্রফেসর সোলায়মান,  বিশিষ্ট সমাজ সেবিকা নাহিদা আক্তার মুন্নি,


এ অনুষ্ঠানটি  সু মার্জিতভাবে ৪টি ধাপে করা হয়,


 (১ম) পর্বতে ছিল জাতীয় পত্রিকা উত্তোলন, জাতীয় সংগীত, পবিত্র কুরআন তেলাওয়াত 


(২য়)পর্ব, ফুল দিয়ে বরন, স্টেজ প্রদান, আলোচনা অনুষ্ঠান 


(৩য়)পর্ব  পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান কবিতা আবৃতি যেমন খুশি তেমন সাজ ইত্যাদি, 


শেষ পর্ব তে, প্রধান শিক্ষকদের সমাপনী ভাষন

বিভিন্ন ইভেন্টরের সাথে 


 উক্ত অনুষ্ঠানে

 বিদ্যালয়ের  শ্রেষ্ঠ শিক্ষক  মনোনীত হন, (খোকন চন্দ্র সূত্রধর)সহকারী শিক্ষক (গণিত)  এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী মনোনীত হন (তানিয়া আক্তার হাফসা)ষষ্ঠ শ্রেণি - ৩৮, উক্ত অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শেষে  সভাপতির সমাপনী  বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন