সন্দ্বীপে ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা গুনতে হলো ৬ জনকে
সন্দ্বীপ উপজেলা
ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা দিলেন ৬ জন
ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরসাইকেল এর ৬ জন চালককে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯) বিকেলে উপজেলার এনাম নাহার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার ।তিনি বলেন মোটরসাইকেল চালকরা সড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলাচল করে আসছিল। এমন অভিযোগ পেয়ে সড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে ৬ টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
তিনি আর ও বলেন ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এনামনাহার মোড়ে প্রতি জনকে ১০০০ টাকা করে ৬ জনকে মোট ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে। সবাইকে গাড়ির লাইসেন্সসহ ড্রাইভিং লাইসেন্স এর প্রয়োজনীয় কাগজাদি সাথে রাখার জন্য আহ্বান জানান । বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদেরকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বলেন তিনি । ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী, অভিযানের সহযোগিতা করে বাংলাদেশ নৌবাহিনী।
একটি মন্তব্য পোস্ট করুন