সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




'সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে'

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি 

রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান লিটন বলেছেন, রমজানের শিক্ষা গ্রহণ করে সমাজ থেকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে। সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠিত হলে তবেই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। 


এছাড়া দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান নুরুজ্জামান লিটন।


মঙ্গলবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৩নং পানানগর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত সূর্যভাগ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন নুরুজ্জামান লিটন। 


পানানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এ‌্যাডঃ ইসাহাক আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোজা‌ম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপ‌জেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, না‌য়ে‌বে আমীর অধ‌্যাপক ফজলুল বারী সোহরাব,  সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ছাত্র নেতা নূর আলম, শ্রমিক নেতা হা‌জি আমজাদ হো‌সেন, ঝালুকা ইউ‌নিয়ন আমীর আ‌লিউল ইসলাম, জামায়াত নেতা ডঃ সে‌লিম রেজা খান, সা‌বেক ছাত্রনেতা যুবা‌য়ের আহ‌ম্মেদ প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন