সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




বাগমারা'য় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে,মানবন্ধন ও বিক্ষোভ মিছিল-


স্টাফ রিপোর্টার-



সম্প্রতি মাগুরায়  আছিয়া ধর্ষণ সহ দেশব্যাপি নারীদের প্রতি নির্যাতন ও সহিংসতা  প্রতিরোধ এবং ধর্ষকদের  সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে আজ মঙ্গলবার সকালে  বাগমারার সাধারণ ছাত্র  সমাজের উদ্যোগে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারে একটি  বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।


সাধারন ছাত্র সমাজের  উদ্যোগে আয়াজিত বিক্ষোভ মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভবানীগঞ্জ  জিরো পয়েন্টে এক  সমাবেশে মিলিত হয়।


রাজশাহী বিশ্ববিদ্যালয়র  শিক্ষার্থী শামিম হাসানের সভাপতিত্ব আয়াজিত  সমাবেশ উপস্তিত ছিলেন, আদিব হাসান, শাকিল রহমান, শফিকুল  ইসলাম, তাছলিম ও হাদি সহ বাগমারার বিভিন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজশাহীর  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়া বাগমারার শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন  শ্রেণি পেশার শতশত লোকজন উপস্তিত  ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন