ফিলিস্তিনিদের নির্বিচারে বোমা হামলা করে শিশু নিরীহ নারি পুরুষ কে হত্যার প্রতিবাদে শায়েস্তাগঞ্জ বিক্ষোভ মিছিল।
জেলা প্রতিনিধি: মুজিবুর রহমান
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা করে শিশু হত্যা ও নিরীহ নারি পুরুষ কে হত্যার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর শায়েস্তাগঞ্জ উপজেলা বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রফিকুল ইসলাম আরো অনন্য বক্তরা,, বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানান। সভা শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন