সন্ধানে বাংলাদেশ সংবাদ

 




ঝিনাইদহে বিএনপি কর্মীকে ডেকে নিয়ে পি'টি'য়ে হত্যার অভিযোগ


ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান


মহেশপুরে বিচারের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে বিএনপি কর্মী আবু জাফরকে পি'টিয়ে হ'ত্যার অভিযোগ, স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে পরিবারের আঙুল




ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জীবননগর পাড়া গ্রামে আবু জাফর (৫৫) নামে এক বিএনপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পি'টি'য়ে হ'ত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাদের দাবি, স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমানের নেতৃত্বে এই হ'ত্যা কান্ড সংঘটিত হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কয়েকজন ব্যক্তি আবু জাফরকে বিচার করার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবু জাফরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


নিহতের পরিবার দাবি করছে, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই পরিকল্পিতভাবে আবু জাফরকে হত্যা করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Post a Comment

أحدث أقدم