দেওয়ানগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবন পালিত
মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি.
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
বুধবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি , মোঃ শামছুজ্জামান আসিফ, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রশিদ সাদা, উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো, মঞ্জুরুল হোসেন মঞ্জু, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সরকারি দপ্তর, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতারা। উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান।
একটি মন্তব্য পোস্ট করুন