সারাদেশে ধর্ষণ ও অপরাধের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় ছাত্রজনতার বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
বিচারহীনতার সংস্কৃতি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থী ও জনতা
চুয়াডাঙ্গা: সারাদেশে ধর্ষণসহ বিভিন্ন সংগঠিত অপরাধের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও জনতা। বুধবার রাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুবসমাজ ও সাধারণ জনগণ অংশ নেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, দেশে একের পর এক ধর্ষণ ও সহিংস অপরাধ ঘটলেও অনেক ক্ষেত্রেই অপরাধীরা শাস্তি পাচ্ছে না। তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পরে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন, যেখানে বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে সাধারণ মানুষ চুপ থাকবে না।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
(দৈনিক সতর্ক বার্তা)
একটি মন্তব্য পোস্ট করুন