দেওয়ানগঞ্জে দারুল হাসনাত লোকো জামে মসজিদ মহল্লা বাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি
দেওয়ানগঞ্জে দারুল হাসনাত লোকো জামে মসজিদের মহল্লা বাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা করেন বিপ্লব মন্ডল .শামসুল আলম দুলা সাবেক কাউন্সিল. মাসুদুর রহমান খোকন . সমাজসেবক হাসানুর জামান . ময়নাল . মনোয়ার মাজেদুল ইসলাম. বাদল. রিপন জহরুল. ইসলাম মিসকাত সহ আরো অনেকে।
দেওয়ানগঞ্জে দারুল হাসনাত লোকো জামে মসজিদের ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন. লোকো মসজিদের ইমাম সানোয়ার হোসাইন।
একটি মন্তব্য পোস্ট করুন