দুর্গাপুর উপজেলা আনুলিয়া'য় যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক-
স্টাফ রিপোর্টার-
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে গতকাল ১৪ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী শাহিনুরের বিরুদ্ধে।ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহিনুর পলাতক রয়েছেন। নিহত আফরিন আক্তার বৃষ্টি একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২ বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় ওই গ্রামের আঃ জলিলের ছেলে শাহিনুর আলীর সাথে।বর্তমানে তাদের সংসারে ১টি কন্যা সন্তান আছে।বিয়ের পর থেকে আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর প্রায় নির্যাতন করতেন।এরই জেরে গতকাল শুক্রবার আফরিন আক্তার বৃষ্টিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয়।পরে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও মেয়েটির বাবা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
একটি মন্তব্য পোস্ট করুন